আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘নগরবাসী হাসি মুখে নৌকাকে গ্রহণ করছে’

নিজস্ব প্রতিবেদক:

একটাই কথা, নৌকা যখন দিয়েছে ডাক নারায়ণগঞ্জ জেগে যাক। আমরা সবাই নৌকার পক্ষে । জননেত্রী শেখ হাসিনা ডাঃ সেলিনা হায়াৎ আইভীকে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। এখন তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের। নৌকার বিকল্প নাই। নগরবাসী হাসি মুখে নৌকাকে গ্রহণ করছে। কোনো ষড়যন্ত্রকারী অপশক্তি নৌকাকে ডুবাতে পারবে না। আমরা মাঠে আছি। অতীতেও নারায়ণগঞ্জবাসী নৌকার পক্ষে রায় দিয়ে উন্নয়ন পেয়েছে। এবারও নারায়ণগঞ্জবাসী নৌকার পক্ষে রায় দেবে। ১৬ তারিখ নগরবাসী নৌকার পক্ষে আরেকবার গণজাগরণ ঘটাবে।

বৃহস্পতিবার ১৩ জানুয়ারি বিকালে নাসিক ৩ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠপুত্র বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ।

এসময় আওয়ামী লীগ নেতা মতিউর রহমান আকন্দ, আলহাজ¦ তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাব পৌরসভার কাউন্সিলর রফিকুল ইসলাম মনির, আনোয়ার হোসেন, রাসেল শিকদার, আতিকুল ইসলাম, কায়েতপাড়া ৭ নং ওয়ার্ডের মেম্বার মোয়াজ্জেম হোসেন, তারাব পৌর যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মেহেদী হাসান বাবেল, মোতাহার হোসেন নাদীম, যুবলীগ নেতা শফিকুল, আজাবুর, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি রিয়াজ আহমেদ,সাধারণ সম্পাদক ফরিদ ভুঁইয়া মাছুমসহ নাসিক ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।