নিজস্ব প্রতিবেদক:
উপজেলায় স্পিনিং মিলের এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে আল আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ মে) সকালে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের চৌঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন ওই এলাকার আফাজউদ্দিন মিয়ার ছেলে।
আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) রফিউদ্দৌলা বলেন, গত শনিবার বিনাইরচর ছাবেদ আলী স্পিনিং মিলে রাত্রীকালীন শিফটে কাজে যাওয়ার সময় ওই নারীকে ধর্ষণ করেন আল আমিন। এ ঘটনায় ওই নারী সোমবার রাতে আল আমিনকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।