আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দৌলতপুরে নাসির উদ্দীন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২দিন ব্যাপী চক্ষু চিকিৎসা সেবা

 দৌলতপুর প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলারদর্গা আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ২দিন ব্যাপী চক্ষু চিকিৎসা শিবির অনুষ্টিত হয়েছে।

৭ এপ্রিল রবিবার সকাল ৯ টা থেকে দিন ব্যাপী চক্ষু চিকিৎসা শিবির এলাকার মানুষের চোখের চিকিৎসা সেবাদেয় এবং ছানি পড়া রোগীদের বিনা খরচে লেন্স সংযোজনের জন্য নিজেস্ব পরিবহনে খুলনা নিয়ে যায় ও লেন্স সংযোজোনের পর নিয়ে আসে।

বিভিন্ন এলাকা থেকে আগত ১২০০ চক্ষু রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয় এবং তাদের মধ্যে ৩’শ রোগীর লেন্স সংযোজনের জন্য নির্ধারণ করেন সেবায় নিয়োজিত ডাঃ আসিফ ও ডাঃ মইচ। নাসির গ্রুফ অব ইন্ডাঃ লিঃ এর কর্মকর্তা মুকুল হোসেন জানান প্রতি বছর ৩ বার নাসির উদ্দীন বিশ্বাস কল্যাণ ট্রাস্টের অর্থায়নে ও উদ্দোগে এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় রোগীদের বিনা খরচে চক্ষু চিকিৎসা শিবির পরিচালিত হয়ে আসছে এবং কল্যাণ স্ট্রাষ্টের উদ্দোগে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতালে স্বপ্ল খরচে চিকিৎসা সেবা দেওয়া হয়