আজ রবিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দোকান থেকে চাঁদা আদায়,সাহেবপাড়ায় গ্রেপ্তার ২

সংবাদচর্চা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জে সাহেবপাড়া এলাকায় চাঁদাবাজ বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১। অভিযানে দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ জসীম উদ্দীন (৪৫), মোঃ মামুন মোল্লা (২৪)। গত ১৬ সেপ্টেম্বর রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে চাঁদাবাজির নগদ ১১ হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া সাকিনস্থ বাংলাদেশ ফার্নিচার মার্কেট এলাকায় বিভিন্ন দোকানদারদেরকে বলপূর্বক গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২৫০/- থেকে ৩০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। আসামিদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।