আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেড় কোটি টাকার মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

দেড় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেদিসহ তিন চোরাকারবারীকে আটক করেছে র‍্যাব-১২।

মঙ্গলবার (৮ জুন) বগুড়ার আদমদীঘি উপজেলার মিতইল গ্রামের তিনমাথা কাচা বাজার এলাকা তাদেরকে আটক ও মূর্তি বেদী উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- আদমদীঘি উপজেলার ইসমাইল হোসেন (৬৩), কাহালু উপজেলার আক্কাস আলী (৪২) ও নন্দীগ্রাম উপজেলার শ্রী বাদল চন্দ্র (৩৪)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আটককৃত ব্যাক্তিরা কষ্টি পাথরের মূর্তি ভারতে পাচারের চেষ্টা করছে। পরে অভিযান চালিয়ে মিতইল গ্রামের তিনমাথা কাচা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।