আজ মঙ্গলবার, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশে ফিরেছেন মন্ত্রী গাজী

নিজস্ব প্রতিবেদক:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক উজবেকিস্তানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে মন্ত্রী পৌছান। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের আগমনের খবর শুনে বিমানবন্দরের সামনে অবস্থান করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ ,ছাত্রলীগ, যুব মহিলালীগ নেতৃবৃন্দ , ইউপি চেয়ারম্যানবৃন্দ । এসময় নেতৃবৃন্দ গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বাসায় পৌছালে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। সেখানেও নেতাকর্মীরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

উল্লেখ্য উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ-এ “তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম” এ অংশগ্রহণের জন্য চারদিনে সরকারি সফরে তাসখন্দের উদ্দেশে মঙ্গলবার (২২ মার্চ) রাতে ঢাকা ত্যাগ করেন। “তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম” ২৪ থেকে ২৬ মার্চ অনুষ্ঠিত হয়। সে দেশের রাষ্ট্রপতি , উপ-প্রধানমন্ত্রী,মন্ত্রীদের সাথে বৈঠক করেন বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বৈঠক দেশের পক্ষে কথা বলেন তিনি। এছাড়া বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এ সফরে ছিলেন।

সর্বশেষ সংবাদ