আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে এখনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত চলছে-তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু অভিযোগ করেছেন, দেশে এখনো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে চক্রান্ত চলছে। এখনো দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর চেষ্টা চালানো হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর এই চক্রান্ত শুরু হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে। আর জেনারেল জিয়া ও বেগম খালেদা জিয়ার পথই হচ্ছে পাকিস্তানের পথ। সাম্প্রদায়িক ও মিথ্যা রাজনীতির পথ। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত না সাম্প্রদায়িকতার পথ বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত মুক্তিযোদ্ধারা সম্মানিত হবে না।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা দিবসে একটাই শপথ হতে পারে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের শক্তির পথে পরিচালিত করতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অটল হয়ে দাঁড়াতে হবে। আর রাজাকারের বন্ধু, জঙ্গিদের সঙ্গী বেগম খালেদা জিয়াকে বর্জন করতে হবে।
ইনু বলেন, বেগম খালেদা জিয়া সরাসরি রাজাকার ও জঙ্গিদের পক্ষ নিয়ে চক্রান্তের রাজনীতি করছেন। আর শেখ হাসিনা মুক্তিযুদ্ধের স্বপক্ষের নেত্রী হিসেবে বাংলাদেশকে বাংলাদেশের পথে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলছেন।