আজ সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ

সংবাদচর্চা রিপোর্ট :

রূপগঞ্জ উপজেলার নয়ানগর স্থানে দেওয়ান এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে ৬২৪ বস্তা ভারতীয় আটক করা হয়েছে। শনিবার ৪ মে বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের  নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া অভিযান চালিয়ে ৪৮০ বস্তা ইন্ডিয়ান চিনির বস্তা এবং ১৪৪ বস্তা ফ্রেস স্টিকার যুক্ত ইন্ডিয়ান চিনির বস্তা মোট ৬২৪ বস্তা চিনি জব্দ করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ৩৯,০০,০০০/-(ঊনচল্লিশ লক্ষ) টাকা। অভিযুক্ত ব্যাক্তি দেওয়ান এন্টারপ্রাইজের মালিক কে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯। ১(ঞ) ধারায় অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মালামাল নিলামের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নিকটে জিম্মা দেয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া শনিবার এসব তথ্য নিশ্চিত করেছে।