আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেওভোগে চাচা-ভাতিজার জয়

নিজস্ব প্রতিবেদক:

আইভীর এলাকায় (দেওভোগ) কাউন্সিলর প্রার্থী পরিবর্তন করেও হেরে গেলো উত্তরপাড়ার লোকেরা। দলীয় সুত্রের খবর তারা সেই কাউন্সিলর নাজমুল আলম সজলকে এবার সমর্থন দেননি। উপায় না পেয়ে বর্তমান ও সাবেক কাউন্সিলর নিজেরা নির্বাচন না করে নিকটস্থদের দিয়ে নির্বাচন করায়। নাসিক ১৬ নং ওয়ার্ডে রাজনীতির ভেতরের রাজনীতি দৃশ্যমান হয়। সাবেক কাউন্সিলর ওবায়েদউল্লাহ তার ভাতিজা রিয়াদ হাসানকে সমর্থন দিয়ে তার পক্ষে কাজ করেন। এতে করে চাচা ভাতিজার ঐক্যে বিশাল ভোট ব্যাংক তৈরি হয় এবং বর্তমান কাউন্সিলর নাজমুল আলম সজলের বন্ধু কবির হোসেন গতকাল ভোটে পরাজিত হয়। দলীয় সুত্রের খবর কবির হোসেন নাজমুল আলম সজলের বন্ধু ও শামীম ওসমানের অনুগত।

সর্বশেষ সংবাদ