সংবাদচর্চা রিপোর্ট : নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাঞ্চন পৌরসভার ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসলাম উদ্দিন। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০ টার দিকে মায়ারবাড়ী, কেন্দুয়ার, টেক এলাকার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ খলিল সিকদার, মোঃ সোহেল মিয়া, মতিউর রহমান, ইয়াছিন, লোকমান হোসেন, টিপু সিকদার প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ শেষে ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসলাম উদ্দিন বলেন, করোনাভাইরাসের মহামারি সারা বিশ্বে রয়েছে। আমাদের সচেতন হতে হবে। তিনি গরিব ও দুস্থদের পাশে থাকার জন্য প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দদের অনুরোধ করেন।