আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্নীতিবাজদের পেতাত্মারা শেখ হাসিনার উন্নয়নকে ধ্বংস করছে : পাঞ্জাব বিশ্বাস

দুর্নীতিবাজদের পেতাত্মারা

দুর্নীতিবাজদের পেতাত্মারা

নবকুমার:

ঈশ্বরদী উপজেলার  মুলাডুলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ৪ আসনের সাবেক এমপি বিশিষ্ট কবি পাঞ্জাব বিশ্বাস।

প্রধান অতিথির বক্তৃতায় পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা  পাঞ্জাব বিশ্বাস বলেন, পাবনার মাটিতে  কেউ আর মুজিব কোট গায়ে দিয়ে দুর্নীতি করার সুযোগ পাবে না। যারা দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী চাঁদাবাজি করেছে তারা কেউ ছাড় পাবে না। জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। এমপি মন্ত্রী যে যত প্রভাবশালীই হোক না কেন বঙ্গবন্ধুকন্যা কাউকেই ছাড় দেবে না”

তিনি বলেন, জাতির জনক দুর্নীতির বিরুদ্ধে হুংকার দিয়েছিলেন বলেই সেদিন কিছু রাজনৈতিক ব্যক্তির যোগসাজসে সেনাবাহিনীর কিছু ক্ষমতালোভী অফিসার বঙ্গবন্ধুকে নির্মমভাবে ৭৫এর ১৫ই আগষ্ট স্বপরিবারে হত্যা করে। সেই দুর্নীতিবাজদের পেতাত্মারা আবারো জননেত্রীর উন্নয়নকে ধ্বংস করতে তৎপর। গুটি কয়েক দুর্নীতিবাজের জন্য উন্নয়নের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার অর্জন ম্লান হয়ে যাচ্ছে। সময় এসেছে এদের বর্জন করার।

পাঞ্জাব বিশ্বাস বলেন, আজ দেশের প্রায় ৮ কোটি মানুষ ইন্টারনেট চালায় এই ইন্টারনেট কে এনে দিয়েছে? কে এনে দিয়েছে মোবাইল ফোন? আমার দেশের কৃষক আজ ঢাকায় ফোন করে সবজির দাম জেনে নিয়ে তারপর সেই সবজি ক্ষেত থেকে সংগ্রহ করছে।বাজার জেনে ফসল বিক্রি করে কৃষক লাভবান হচ্ছে। সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায়।

সাবেক সাংসদ পাঞ্জাব বিশ্বাস আরোও বলেন, দেশের কাজে নেত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। ভোর রাতে তাহাজ্জতের নামাজ দিয়ে শুরু করে সারাদিন দেশের কাজ করে গভীর রাতে যখন বনের পশু পাখিরাও শান্তির নিদ্রায় মগ্ন হয়ে যায় তখনো আমার নেত্রী কম্পিউটারে বসে ইন্টারনেটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। তার এই রোবটিক জীবনযাবন দেখে প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমান বলেছিলেন ” শেখ হাসিনা ঘুমায় কখন?”।

তিনি বলেন, দেশের জন্য এত কাজ করেও কাঙ্খিত উন্নয়নে আজ বাধাগ্রস্ত হচ্ছে গুটিকয়েক দুর্নীতিবাজদের জন্য। এবার দুর্নীতিবাজ কাউকে মনোনয়ন দেবেন না প্রধানমন্ত্রী।

এসময় মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আনিসুর রহমানের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম আখতারুজ্জামান, মাজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিন্নাত আলী শেখ, উপদপ্তর সম্পাদক আঃমতিন মাষ্টার, যুবলীগের সহ-সভাপতি মিলন মন্ডল, কৃষকলীগ নেতা আঃছালাম বাবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম জ্যাক, মহাজোটের অন্যতম শরীকদল জাসদের আটঘরিয়া উপজেলা সভাপতি আঃজলিল, জেলা জাসদ নেতা জামাল উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য পাবনা ৪ আসনে পাঞ্জাব বিশ্বাস নির্বাচনী গণসংযোগ করছে। গণসংযোগে অগণিত জনতার ঢল নামছে।