আজ বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুপ্তারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ,একই পরিবারের দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে লাগা আগুনে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় সোমবার ৬ ডিসেম্বর ভোরে এ ঘটনা ঘটে।

এতে দগ্ধরা হলেন, সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (১১)।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধ সোলাইমান ওড়না ব্যবসায়ী তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী রীমা আক্তারের ৩০ শতাংশ ও ছেলেদের ১০ শতাংশের মতো দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

দগ্ধ সোলাইমানের শ্যালক মানসুর আহমেদ জানান, ফজরের নামাজ পড়তে অজু করার জন্য গরম পানি করতে গিয়েছিলেন সোলেইমান। ওই সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে পুরো ঘরে আগুন ধরে যায়।
মানসুর জানান, মনে হয় সিলিন্ডারের পাইপ লিকেজ ছিলো। তাই রুমে গ্যাস জমে ছিলো।