আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে দুই নৈশ প্রহরী হত্যা: তিনটি ব্যাটারী দোকানে ডাকাতি

দুই নৈশ প্রহরী হত্যা

দুই নৈশ প্রহরী হত্যা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের বন্দরে ডাকাতরা পিটিয়ে রায়হানউদ্দিন ও মোতালেব নামে ২ জন নৈশপ্রহরীকে হত্যা করেছে। এসময় ডাকাতরা তিনটি ব্যাটারী দোকানের নগদ টাকা ও মালামাল লুট করে।
শুক্রবার গভীর রাতে উপজেলার দক্ষিন লক্ষনখোলা এলাকায় এ ঘটনা ঘটেছে। ডাকাতির খবর পেয়ে অতিরিক্ত ডিআইজি আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে জেলা পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, বন্দর উপজেলার দক্ষিন লক্ষনখোলা এলাকার একটি বাজারে প্রতিদিনের মত শুক্রবার রাতেও ডিউটি করছিল নৈশপ্রহরী রায়হানউদ্দিন ও মোতালেব। গভীর রাতে একদল অজ্ঞাত ডাকাত হানা দিয়ে নৈশপ্রহরীদের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রায়হানউদ্দিন। গুরুতর আহত হয় মোতালেব মিয়া।
ভোরে এক মহিলা ঝাড়– দিতে এসে দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করে। আশপাশের লোকজন এসে রায়হানকে মৃত ও অচেতন অবস্থায় মোতালেব মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব মিয়া মারা যান। এসময় ডাকাতরা সততা ব্যাটারী মেলা, সততা ব্যাটারী সাভিসিং ও বিসমিল্লাহ ব্যাটারী স্টোর থেকে মালামাল লুটে নিয়ে যায়।

নিহত দুই বৃদ্ধ নৈশ প্রহরীর বাড়িতে শোকের মাতম চলছে। যেই বয়সে তাদের অবসর জীবন কাটানোর কথা সেই বয়সে জীবিকার তাগিদে রাতের ঘুম হারাম করে নৈশ প্রহরীর চাকুরী নিয়েছেন। কিন্তু ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তাদের জীবন প্রদীপ নিভে গেছে।
নিহত রায়হানউদ্দিন বন্দর উপজেলার দক্ষিন লক্ষনখোলা এলাকার মৃত আব্দুল সামাদের ছেলে। মোতালেব মিয়া চৌরাপাড়া এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মন্ডল জানান, ডাকাতদের গ্রেপ্তার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ