আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই জনের ভোট সমান

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে দুই প্রার্থীর ভোট সমান। এই ওয়ার্ডে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান সমান ১৫ টি করে ভোট পেয়েছে। অপর দুই প্রাথী সায়েম রেজা (হাতি) ১ টি ও আলাউদ্দিন (টিউবওয়েল) ৩ টি ভোট পেয়েছেন।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চাষাঢ়ার কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে ভোট গ্রহনের পর এই ফলাফল প্রকাশ করা হয়। এদিকে, জাহাঙ্গীর আলম (বৈদ্যুতিক পাখা) এবং মজিবুর রহমান (ঘুড়ি) এই দুজনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে একজনকে জয়ী করা হবে।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ডে মোট ভোটার ৩৭ জন। এরমধ্যে ৩৪ টি ভোট বৈধ হয়েছে। ১ টি অবৈধ এবং অনুপস্থিত ছিলেন আরো ২ জন।
এছাড়া মেয়র আইভীর অনুগত হিসেবে পরিচিত জাহাঙ্গীর আলম। এমপি শামীম ওসমানের অনুগত মজিবুর রহমান।