আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দারিদ্র্য বিমোচনে নারীদের এগিয়ে আসতে হবে—কাউন্সিলার খোরশেদ

দারিদ্র্য বিমোচন প্রকল্পের আওতায় দরিদ্র নারীদের সম্বয়নে সিডিসি গঠনের লক্ষে আজ বিকাল ৪ টায় কুড়িপারা লোকনাথ মন্দির মাঠে গলাচিপা এলাকার একাংশের নারীদের সাথে মত বিনিময় করেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

মত বিনিময়কালে কাউন্সিলর খোরশেদ বলেন,এ প্রকল্পের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সেবা, তাদের সন্তানদের শিক্ষা সহায়তা,বেকারদের কর্মক্ষম করার জন্য ড্রাইভিং সহ হাতের কাজ শেখানো ও চাকুরীর ব্যাবস্থা,ক্ষুদ্র ঋণ প্রদান সহ সঞ্চয় চালু করা হবে।পর্যায় ক্রমে গলাচিপার বাকী অংশ,মাসদাইর ও আমলাপাড়া এলাকায় আমরা সিডিসি চালু করবো।তিনি দারিদ্র্য বিমোচনে নারীদের এগিয়ে আসার আহবান জানান।