আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দলের জন্য ত্যাগ বিফলে যায় না: গোলাম দস্তগীর গাজী

টি.আই.আরিফ

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ – ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, দলের জন্য দলের ত্যাগী নেতাদের ত্যাগ কোনদিন বিফলে যায় না। নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। সময় সব কিছু ঠিক করে দেয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্য নেতাদের যোগ্য চেয়ারে বসিয়েছেন। তার মধ্যে বাবু চন্দন শীল একজন। বিএনপি, জামায়াত জোট সরকারের আমলে আমাদের বহু নেতাকর্মীদের হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে। ওয়ান ইলেভেনের সময় আমি নেত্রীর মুক্তির জন্য জেল খেটেছি। বিএনপি নেতারা এখন ভালো আছে। আমরা উন্নয়ন করে যাচ্ছি।
গতকাল ভোলাব গাজী সড়ক মৈশানীর টেক হতে শিমলিয়ার টেক পর্যন্ত রাস্তার আর.সি.সি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। পরে একই এলাকায় বৃক্ষরোপন করেন গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।