আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষমতা চিরস্থায়ী না: সরকারকে তৈমূর

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক তৈমূর আলম খন্দকার বলেছেন, আল্লাহ তুমি এ জাতিকে রক্ষা করো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাংবাধিনাকি অধিকার রয়েছে চিকিৎসা পাওয়ার। দেশের চিকিৎসা ব্যবস্থা উন্নত না বিধায় হাজার হাজার মানুষ বিদেশে যাচ্ছে । কিন্তু সরকার খালেদা জিয়াকে সেটা করতে দিচ্ছে না। সরকারের মনে রাখতে হবে ক্ষমতা কারো চিরস্থায়ী না। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করি সকলকে যেন বুঝার তওফিক দান করুন।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ২২ নভেম্বর বিকেলে বিক্ষোভে তৈমূর এসব কথা বলেন। পরে তিনি নিজেই দোয়া পরিচালনা করেন।

দুপুর ২টা হতেই শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। তখন পুলিশ তাদের সড়ক দিকে বালুরমাঠের গলিতে ঢুকিয়ে দেয়। সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। নেতাকর্মীরা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ব্যাকফুটে চলে যান। বালুর মাঠের গলিতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন, মাহফুজুর রহমান হুমায়ূন, খন্দকার মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম রবি বিএনপি নেতা জাহিদ হাসান রোজেল, রিয়াদ মোঃ চৌধুরীর রুহুল আমিন সিকদার, এস এম সায়েম প্রমুখ।