আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

থেরাপি নিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গাজী

নবকুমার:

ভিআইপি হসপিটাল ছেড়ে নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জের রূপসী বাস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেটার হেলথ্ ফিজিওথেরাপি এন্ড হিজামা কেয়ারে গতকাল চিকিৎসা নিয়েছেন মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এম.পি। সুত্রের খবর বেটার হেলথ্ ফিজিওথেরাপি সেন্টারের পরিবেশ দেখে বস্ত্র ও পাটমন্ত্রী মুগ্ধ। তিনি এ প্রতিষ্ঠানের পরিচালকদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন। রূপসীর আশেপাশের এলাকার লোকজন এই থেরাপি সেন্টার থেকে চিকিৎসা নিচ্ছেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক জানান, আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামীলীগ সরকার গণমানুষের সরকার। শেখ হাসিনার সরকার চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। বেসরকারী হাসপাতালগুলো বাড়ছে। তাদের সেবার মান বাড়ানোর জন্য সরকার কাজ করছে।