আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

থাকছে না আইয়ুব বাচ্চুর এলআরবি !

বিনোদনচর্চা প্রতিবেদকঃ

বাংলাদেশ ও  উপমহাদেশের বিখ্যাত গিটারিস্ট আইয়ুব বাচ্চুর ব্যান্ড দল ‘এলআরবি’ বদলে গেছে। লাভ রানস ব্লাইন্ড বা এলআরবি’র  ভোকাল ও প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু গত বছরের ১৮ অক্টোবর  “সেলাই ছাড়া সাদা কাপড়” পড়ে না ফেরার দেশে পারি জমান। তার মৃত্যুতে ব্যান্ডটিতে নানা রকম সংকট দেখা দেয়। এতে করে আইয়ুব বাচ্চুর কষ্টে গড়া দলটি ২৮টি বছর পর থমকে যায়।

শোনা গিয়েছিল বিখ্যাত এই দলটির হাল ধরবেন তার ছেলে আহনাফ তাজওয়ার আইয়ুব।বাবা আইয়ুব বাচ্চু বেঁচে থাকতেও এক বিশাল অনুষ্ঠানে অভিষেক হয়েছিল আহনাফের। কিন্তু সেই হাল যেন বেহাল হয়ে গেল গত ৫ এপ্রিল কণ্ঠশিল্পী বালামের নাম ঘোষণা করা হয় এলআরবির ভোকাল হিসেবে।

এতে করে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া  অধিকাংশ শ্রোতারা সমালোচনা করছে তারা বালামকে এই দলে মেনে নিতে পারছেনা। আইয়ুব বাচ্চুর সদস্যরাও অনুরোধ করেছেন বালামকে নিয়ে দলের নামটি যেন পরিবর্তন করা হয়।

অবশেষে সেই ঘোষণাই দিলো সাবেক এলআরবি। বালাম যোগদানের ১০ দিনের মাথায় বদলে গেল আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত ‘এলআরবি’র নাম! বর্তমানের সদস্যরা এখন থেকে ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি’ ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিত হবেন।

তবে নাম পরিবর্তন হলেও স্টেজে ‘এলআরবি’র সব গানই পরিবেশন করবে ‘বালাম অ্যান্ড দ্য লিগেসি’।

নাম বদলের পর শুনা যায় মিশ্র প্রতিক্রিয়া, অনেকেই দাবি করছেন, সাম্প্রতিক সময়ে ব্যর্থ গায়ক বালাম। তার কোনো গানই শ্রোতাপ্রিয় নয়। অনিশ্চিত ভাসমান ক্যারিয়ারে তিনি বিখ্যাত হতে চেষ্টা করছেন অনেক দিন ধরেই। সেই কৌশলের শেষটা হলো ‘এলআরবি’-কে পাশ কাটিয়ে নতুন ব্যান্ড দল গঠন করা হয়েছে।