আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্রাণ বিতরণকালে গ্রেফতারের উদাহরণ বিরল – খোকন

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষের খাবারের নিশ্চয়তা দিতে না পারায় সরকার লকডাউন শিথিল করে খেটে খাওয়া মানুষকে পথে নামিয়ে দিয়েছে। তাদের দলীয় লোকজনের লুটপাট কোনভাবেই সামাল দিতে পারেনি সরকার। করোনা ভাইরাসের এই দুর্যোগে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা যখন ত্রাণ বিতরণের উদ্যোগ নিলো তখন তাদের বিনা উস্কানীতে গ্রেফতার করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন।

শনিবার (১৬ মে) নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

ছাত্রদল সভাপতি খোকন বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদল সারাদেশে অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। শুধুমাত্র ত্রাণ বিতরণের অপরাধে দেশের রাজশাহী, গাইবান্ধা, পিরোজপুরে ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। তবুও আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রনি বলেন, পুরো নারায়ণগঞ্জের জেলা ছাত্রদল ১২ হাজার পরিবারে খাদ্য পৌঁছে দেয়ার টার্গেট নিয়েছে। তার ধারাবাহিকতায় আজ ২৭০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।

অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি পার্থ দেব মন্ডল, সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, মহিউদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জেলা ছাত্রদলের সহ সভাপতি মশিউর রহমান শান্ত প্রমুখ।

 

এসএএইচ