আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ত্যাগী নেতারাই দলীয় মনোনয়ন পাবে : মন্ত্রী গাজী

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, দলের যারা দুঃসময়ে মাঠে ছিলেন। যাদের পরিশ্রমে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন , আগামী স্থানীয় সরকার নির্বাচনে সেই ত্যাগী নেতাদেরকে জননেত্রী শেখ হাসিনা দলের মনোনয়ন দেবেন । তারা জনপ্রতিনিধি নির্বাচিত হয় সেই ব্যবস্থা তিনি করবেন। আমরা চাই দলের ত্যাগী নেতাদেরকে নেতৃত্বে নিয়ে আসা হোক। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাইব্রিডদের আমরা চাই না।

মঙ্গলবার ( ৩১ আগস্ট ) কায়েতপাড়ার নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে কায়েতপাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

মন্ত্রী বলেন, হাইব্রিডদের মনোনয়নের জন্য আমরা তৃণমূল আওয়ামী লীগ সুপারিশ করবো না। আমার দৃঢ় বিশ্বাস বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের হাইব্রিডদের মনোনয়ন দেবেন না।

বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, আগস্ট আমাদের শোকের মাস। এ শোক ভুলবার নয়। বাঙালি জাতির হৃদয়ে বঙ্গবন্ধু অমর হয়ে আছে। তিনি এখন আমাদের উন্নয়নের প্রতীক। বঙ্গবন্ধুর স্বপ্ন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছে।

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: জাহেদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ ভুঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর মাস্টার, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ইঞ্জি শেখ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, মানজারি আলম টুটুল, মতিউর রহমান আকন্দ, আলহাজ¦ তাবিবুল কাদির তমাল, নজরুল ইসলাম, গোলাম রসুল কলি, মশিউর রহমান তারেক, হাবিবুর রহমান হারেজ, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, এমায়েত হোসেন, আবুল হোসেন খাঁন, ফিরোজ ভুঁইয়া, আজমত আলী, আব্দুল মান্নান মুন্সি, আনছার আলী, রূপগঞ্জ উপজেলা শ্রমিক লীগ সভাপতি বেনায়েত হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, রূপগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, ইউপি সদস্য বজলুর রহমান, উপজেলা মহিলা লীগ সাধারণ সম্পাদক শীলা রানী পাল, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, সাবেক ছাত্রলীগ নেতা মাছুম চৌধুরী অপু, হাফিজুর রহমান সজিব, ইমন হাসান খোকন, ছাত্রলীগ নেতা ফয়সাল শিকদার, শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, আশিকুল ইসলাম খোকন, আব্দুল আজিজ, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শ্রী রবি রায়, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আশিক ইকবাল , সাধারণ সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাদীম হোসেন অপু, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ সভাপতি জোসনা বেগম, সাধারণ সম্পাদক আরজুদা আক্তার, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী যুব মহিলা লীগ সভাপতি শারমীন আক্তার রিমা, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মলি প্রমুখ।