আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিম ওসমান স্মরণে তোলারাম কলেজে সভা

তোলারাম কলেজে সভা

তোলারাম কলেজে সভা

 

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর উদ্যোগে এক স্বরণ সভা আলোচনা ও দোয়া আয়োজন করেন।
শুক্রবার (৪ মে) বিকালে সরকারি তোলারাম কলেজে জাতির পিতা ভবনে স্মরণ সভা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারভীন ওসমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো: বাদল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তোলারাম কলেজের সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ মোদক, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর সভাপতি কামরুজ্জামান বুলেট, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদা, বাংলাদেশ তাঁতী লীগ এর সহ সভাপতি জসিম উদ্দিন, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সাত্তার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সহ সভাপতি ইঞ্জি: শেখ রেজাউল করিম, শেখ রাসেল স্মৃতি সংসদ এর নুর হোসেন, যুবলীগ নেতা বাবু মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্বরণ সভা শেষে মরহুম নাসিম ওসমানের আত্মার শান্তি কামনা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওসমান পরিবারের সকলের জন্যে দোয়াসহ মিলাদ এবং মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়।