আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তৈয়ব তুমি কার আ’লীগের না যুবদলের

নিজস্ব প্রতিবেদক
বিএনপির সহযোগী সংগঠন নারায়ণগঞ্জ মহানগর মহানগর যুবদল নেতা তৈয়ব হোসেন মো. ইউনুস ও নুরুল ইসলাম আপন নাসিকের ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা বাদলের হাতে নৌকার ফুলের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যোগদান করেছেন। কিন্তু তারা কি ভাবে আবার নারায়ণগঞ্জ মহানগর কমিটিতে পদ পায়? এ নিয়ে হত ভাগ যুবদল।

হতাশ হয়ে বিএনপি কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সাবেক-ছাত্র ও যুবদলের নেতা মোঃ শাহ্ আলম মাষ্টার তিনি লিখেছেন নৌকার নতুন মাঝি-নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা। হায়রে রাজনীতি-দালাল-বাটপার চাটুকার মুক্ত বিএনপি চাই।
তবে যোগদানের সময় বিএনপির নেতাদের ফুলের শুভেচ্ছা নিয়ে সিদ্ধিরগঞ্জের জনগনের মধ্যে আশংকা বিরজমান ছিলো।

এ বিষয়ে বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ দৈনিক সংবাদচর্চাকে জানান, স্থানীয় কাউন্সিলর বাধ্য করেছে নির্বাচনের সময় নৌকার ফুলের শুভেচ্ছা দিতে এমটাই জানিয়েছে তৈয়ব। কিন্তু আমরা এ অভিযোগের বিষয়ে দলীয় তদন্ত করছি এবং যাচাই বাচাই চলছে যদি সত্য হয় তাহলে ব্যবস্থা নেয় হবে।