জামিনে মুক্ত খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে ২০১৫ সালের ২ টি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। গ্রেপ্তারের পর ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামালউদ্দিন সাংবাদিকদেরকে জানিয়েছিলেন, তার বিরুদ্ধে দু’টি মামলায় বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। একটি বিশেষ ট্রাইব্যুনালের মামলা ও আরেকটি জিআর মামলা। এর মধ্যে সদর থানার একটি মামলায় ২০১৫ সাল থেকে তার বিরুদ্ধে পরোয়ানা ছিল। গ্রেপ্তারের একদিন পর হাইকোর্ট তৈমূর আলমক খন্দকারকে জামিন দিল।
এদিকে জামিনের পরে সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার মহান আল্লাহর দরবারে শোকরিয়া এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়ে মাসদাইরের বাসায় ফিরে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া নামাজ আদায় শেষে উপস্থিত শতশত নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, আমি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞ।আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় সহকর্মী আইনজীবি ও সংবাদকর্মীদের প্রতি।