নিজস্ব প্রতিবেদক:
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি নেতা এড. তৈমূর আলম খন্দকারের পক্ষে গণসংযোগ করেছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী আসিফ আকবর। বুধবার (১২ জানুয়ারি) সকালে হাজার হাজার নগরবাসীকে সঙ্গে নিয়ে নগরীর খানপুর থেকে প্রধান প্রধান সড়ক ঘুরে এ গণসংযোগ করেন তিনি। এ সময় নারী পুরুষ, তরুণ, যুবক, বৃদ্ধ সকলে নেচে গেয়ে মিছিল করে হাতি মার্কার পক্ষে ভোট চান।
এসময় কণ্ঠ শিল্পী আসিফ আকবর বলেন, আমরা দুর্নীতিবাজ আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে চাই। আপনারা সবাই হাতি মার্কায় ভোট দিয়ে তৈমূর আলম খন্দকারের বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন। সবাই ভোট কেন্দ্রে যাবেন । কেন্দ্র পাহাড়া দেবেন। দিনের ভোট যাতে রাতে না হয়। জনগণ ঠিকমতো ভোট দিতে পারলে নৌকা হারবে।
সরকারের কঠোর সমালোচনা করলেও মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর প্রশংসা করেছেন আসিফ। তিনি বলেন , উনি (আইভী) ভদ্র মহিলা। তাদের দুই প্রার্থীর মধ্যে রেশারেশি নাই। তা দেখে খুব ভালো লাগছে।