আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তেইশের শুরুতেই দেখা

টি.আই.আরিফ

বুদ্ধির খেলা শুরু। উত্তপ্ত রাজপথ। সক্রিয় আওয়ামী লীগ। এলাকা ছাড়া বিএনপি। নতুন বছর পড়তেই যেন আরও এক কদম এগিয়ে এল জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে নেতারা ব্যস্ত। ঢাকার খুব কাছে রূপগঞ্জ কে গুরুত্ব দিলো আওয়ামী লীগ। তেইশের প্রথম দিনেই রূপগঞ্জে এলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলনেত্রীর সঙ্গে কথা বললেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি। পূর্বাচলকে স্মাট নগরী হিসেবে গড়ে তোলার জন্য নেত্রীর কাছে দিকনির্দেশনা চাইলেন মন্ত্রী। ওই অনুষ্ঠানে নেত্রীও তাকে ডেকে কথা বলেছেন। এ দুই নেতার মুখে তখন হাঁসি দেখা গেছে।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নেতাকর্মীদেরকে মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। রূপগঞ্জের নেতারাও নেত্রীর নির্দেশনায় রাজপথে রয়েছে। নেতাকর্মীরা বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে ঐক্যবদ্ধ। সুত্রের খবর মন্ত্রী ও তার সমর্থকরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। বিরোধী দলের নৈরাজ্য ও ষড়যন্ত্র ঠেকাতে জনপ্রতিনিধিরাও যার যার এলাকায় সতর্ক রয়েছে। আন্দোলন সংগ্রামে অনেক দল রূপগঞ্জকে টার্গেট করে। সেই রূপগঞ্জ থেকে রাজনৈতিক সাপোর্ট পাচ্ছে আওয়ামী লীগ।