আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘তৃণমূলের ভোটে নেতা নিবার্চন প্রক্রিয়া চলছে ’

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ফতুল্লা থানা বিএনপি যুগ্ম আহবায়ক মো. রুহুল আমীন শিকদার বলেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের ইউনিট কমিটিগুলো ঢেলে সাজানোর জন্য এবং তৃণমূল থেকে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করার জন্য তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নিবার্চন করার জন্য বিভাগীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে সংগঠন গোছানোর জন্য জেলা পর্যায়ে নেতাদের উপস্থিতিতে কাজ এগিয়ে চলছে। তার ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১০ টি ইউনিট কমিটি ঘোষণার পর থেকে দায়িত্বপ্রাপ্ত নেতারা দিনরাত পরিশ্রম করে চলেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বেধে দেওয়া সময়ের মধ্যে ৯০ ভাগ ইউনিট গঠন করতে পারবে জেলা বিএনপি। বাকী ১০ ভাগ ইউনিট এলাকায় সরকার দলীয় লোকজন ও প্রশাসনের ভয়ভীতি ও বাধা প্রদর্শনের কারণে কিছুটা সময় বিলম্ব হলেও আমরা কৌশলে তৃণমূলের ভোটের মাধ্যমে নেতা নিবার্চনের কাজ শেষ করবো।

গণমাধ্যমে দলের বিভিন্ন ইউনিটের চলমান সম্মেলনের বিষয়ে গত ২৪ মার্চ পরিষ্কার বার্তা দিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, এপ্রিল মাসের মধ্যে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন করার সকল প্রস্ততি গ্রহণ করছি। যেকোন মূল্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেয়া আমাদের এ সম্মেলনের করার প্রতিশ্রুতি আমরা রাখবো।