আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তিতুমীর কলেজ শাখা ছাত্রফ্রন্টের সভাপতি রিয়াজ মাহমুদ সা.সম্পাদক আনারুল নির্বাচিত

নবকুমার বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ সামাজ তান্ত্রিক ছাত্রফ্রন্ট সরকারি তিতুমীর কলেজ শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আহবায়ক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজ মাহমুদ ও আনারুল ইসলাম।

গতকাল সকাল ১১টায় তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের ৩য় তলায় (১৩১৪নং কক্ষে)ঢাকা মহানগর সমাজ তান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রোকসানা আক্তার আশার সভাপতিত্বে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স এ কমিটির সদস্যদের নাম ঘোষণা  করে তাদের পরিচয় করিয়ে দেন। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, মেহেদী হাসান,মেহরাব হোসেন,আবু সাইয়িদ,বিধান কুমার,মাহমুদুল হাসান,মাহবুব হোসেন,আকরাম উদ্দিন।