সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে কল্যাণদীতে প্রকাশ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় ৫ শ’ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী একেএম আবু সুফিয়ান।
শুক্রবার রমজানের প্রথম জুমার আসর নামাজের পর ইফতার বিতরণ করেন।
আবু সুফিয়ান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের সেবা করে যাচ্ছি বহু আগে থেকে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় অংশ নিতে চায়। বন্দরে যে রকম উন্নয়ন করা উচিত ছিল, সে রকম উন্নয়ন করেনি তারা । তাই আওয়ামী লীগের ২০২১ ভিশন বাস্তবায়নে বন্দর বাসির জন্য মাঠে নেমেছি।
এ অনুষ্ঠানে শরীফ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কল্যানদী পঞ্চায়েত কমিটির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, সংগঠনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অপু, আব্দুর মোতালেব, হিরু প্রমুখ।