আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে শিকদার কারখানায় আগুন নিয়ন্ত্রণে

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় রপ্তানিমুখী সিকদার অ্যাপারেলস গার্মেন্টস লিমিটেড নামের এক পোশাক কারখানায় গত ৫ মার্চ শনিবার রাত সাড়ে ৮ টায় আগুনের ঘটনা ঘটেছে। সুত্রের খবর কারখানার নিটিং সেক্টরের দুইতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঢাকা, ডেমরা, হাজীগঞ্জ ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সোয়া ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পোশাক কারখানার ডাইং বিভাগের কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আগুনে সুতা, কাঁচামাল, মেশিনপত্র ও উৎপাদিত পণ্য ভস্মীভুত হয়। তবে ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুনের ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের কর্মীরা রাত সোয়া দশটায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় ও পরিবেশ অনুকূলে থাকায় ঘটনার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়েছে।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে রূপগঞ্জ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে কারখানার মালিক শহিদুল ইসলাম লিটু শিকদার। ভাড়ায় কারখানাটি চালায় শামসুল আলম। গতকাল নিটিং সেক্টর বন্ধ ছিলো । কোনো শ্রমিক আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।