আজ রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

তারাবতে শহর সমন্বয় কমিটির সভা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের তারাব পৌরসভায় শহর সমন্বয় কমিটির সদস্যদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুন) সকালে তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে তারাব পৌরসভা।

জানা গেছে বাংলাদেশের ৩০ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প পরিবেশগত প্রভাব ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভায় হাছিনা গাজী বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে বিশুদ্ধ পানি পৌছে দেওয়ায় আমাদের প্রধান লক্ষ্যে। অচিরেই সবাই বিশুদ্ধ পানি পাবে। তারাব পৌরসভাকে জলাবদ্ধ মুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। আমাদেরকে পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে।
এসময় তারাব পৌরসভার কর্মকর্তাবৃন্দ ,কাউন্সিলরবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ