আজ সোমবার, ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে নির্বাচনী আলোচনা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগ‌ঞ্জে আসন্ন তারা‌ব পৌরসভা নির্বাচন‌কে সাম‌নে রে‌খে নির্বাচনী আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার (১৩ ন‌বেম্ভর) বি‌কে‌লে উপ‌জেলার বরা‌ব রসুলপুর এলাকায় এ আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। তারা‌ব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের শ্রম‌ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল খন্দকা‌রের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রাখেন তারা‌ব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর বিএম আ‌তিকুর রহমান। এসময় তারা‌ব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ-সভাপ‌তি শ‌ফিকুল হক ম‌নি‌রের সঞ্চালনায় সভায় অন্যা‌ন্যের ম‌ধ্যে আরো উপ‌স্থিত ছি‌লেন, তারা‌ব পৌরসভা স্বেচ্ছা‌সেবকলী‌গের প্রচার সম্পাদক আ‌মিন খান, রূপগঞ্জ গ্রাজু‌য়েট এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি ইউসূফ চৌধুরী, উপ‌জেলা ছাত্রলী‌গের যুগ্মসম্পাদক সাদ্দাম হো‌সেন তপু, তারা‌ব পৌরসভা ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মাহমুদুল হাসান উজ্জল, হাজী মোঃ ম‌তিউর রহমান, হাজী আব্দুস ছাত্তার, মোঃ আবুল হো‌সেন, মোঃ হোসাইন, মোঃ পিয়ার হো‌সেন, বাদল মিয়া, রুহুল আ‌মিনসহ অ‌নে‌কে।সভায় বক্তারা, তারা‌ব পৌরসভার  উন্নয়‌নের ধারা অব্যাহত রাখতে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী ম‌হিলালী‌গের সভাপ‌তি ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী‌কে পুনরায় মেয়র নির্বা‌চিত করা দাবী জানান। এছাড়া, তারা‌ব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর বিএম আ‌তিকুর রহমানকে পুনরায় কাউ‌ন্সিলর নির্বা‌চিত করার দাবী জানান বক্তারা।