আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা

তজুমদ্দিন উপজেলা

ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণাতজুমদ্দিন উপজেলা

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে আসনটি শুন্য হওয়ায় আগামী ২৯ মার্চ (বৃহস্পতিবার) উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ১ মার্চ, মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ৪ ও ৫ মার্চ। প্রত্যাহারের শেষ তারিখ ১২ মার্চ।

আওয়ামীলীগ ও বিএনপিতে একাধিক প্রার্থী থাকা সত্তেও দু’দলই তাদের নিজস্ব প্রর্থীর তালিকা চুড়ান্ত করেছে।

আওয়ামীলীগের প্রার্থী হিসাবে নৌকা প্রতিকে কেন্দ্র থেকে মনোনয়ন পেয়েছে তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও শম্ভুপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। বিএনপি প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতিকে কেন্দ্র থেকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর ইউপির সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন দুলাল।

এদিকে উপনির্বাচনকে সামনে ঘিরে তজুমদ্দিন উপজেলায় জনগনের মাঝে বয়ে যাচ্ছে নির্বাচনী হাওয়া। প্রার্থীরা সবাই ব্যাস্ত সময় পার করছে। সাধারন মানুষের একটাই কথা যার দ্বারা তজুমদ্দিন উপজেলার উন্নয়ন হবে তাকেই আমরা চেয়ারম্যান হিসাবে চাই।