আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা বিভাগে লড়ছে দুর্জয়-সৈয়দ আশফাকুল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর। বিসিবির পরিচালনা পর্ষদে থাকবেন ২৫ জন পরিচালক। এঁদের ২৩ জন আসবেন তিন ক্যাটাগরিতে। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসবেন বাকি দুজন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ ১০ পদের জন্য লড়বেন ১৫ জন)। ঢাকা বিভাগের দুটি পদের জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন ৪ জন। তারা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ), কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু (কিশোরগঞ্জ), খালিদ হোসেন (মাদারীপুর) , তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ)। এই বিভাগের ১৮ জন কাউন্সিলর এঁদের মধ্য থেকে দুজনকে বেছে নেবেন। এ বিভাগে একাধিক হেভিওয়েট প্রার্থী রয়েছে।