আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও মোঃ শফিকুল

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হলেন রায়পুরার ইউএনও মোঃ শফিকুল ইসলাম। প্রাথমিক শিক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হয়েছেন নরসিংদী জেলার রায়পুরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শফিকুল ইসলাম। ঢাকা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী আব্দুস সাদেক, ভাইস চেয়ারম্যান হাজ্বী আব্দুল মোমেন, তাহমিনা মানিক দৈনিক সময়ের মুক্তচিন্তার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উন্মোচন সাহিত্য পরিষদ’র প্রতিষ্ঠাতা মো. মাহবুব আলম, আমরা ডৌকারচরবাসী সংগঠনের সভাপতি ডা. মোঃ মহিউদ্দিন রাশেদ সহ রায়পুরার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।