সংবাদচর্চা রিপোর্ট:
১৯ তম ঢাকা ইন্টারন্যাশনাল ফ্যাব্রিক শো উদ্বোধন করা হয়েছে। গতকাল বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক,এমপি বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই ফ্যাব্রিক শো উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের কমার্সিয়াল কাউন্সিলর সং ইয়াং, বিজেএমইএ এর সহসভাপতি মো: শহীদুল আজিম, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বস্ত্রখাত ও বস্ত্রশিল্প বিকাশের প্রধান পৃষ্ঠপোষক। তার প্রত্যক্ষ নির্দেশনা ও অনুপ্রেরণায় বস্ত্রখাতের উন্নয়ন ও বিকাশ ঘটেছে।”