আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকায় সমাবেশে নারায়ণগঞ্জ জেলা কৃষক দল

নিজস্ব প্রতিবেদক:

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি এড. শরিফুল ইসলাম মোল্লার নেতৃত্বে নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেছে।

শুক্রবার ( ১১ মার্চ ) সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কৃষক দলের বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা আওতাধীন বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে তোপখানা রোডের আশপাশে জড়ো হতে থাকে। পরে ব্যানার ফেস্টুন ও সুসংগঠিত হয়ে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মিছিল করে সমাবেশ যোগদান করেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

এসময়ে মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রুহুল আমীন শিকদার, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ডাঃ শাহিন আলম, সহ-সভাপতি সভাপতি মনির মল্লিক, আবুল হোসেন, সোনারগাঁও থানা কৃষক দলের সাধারণ সম্পাদক সেলিম হোসেন দিপু, ফতুল্লা থানা কৃষক দলের সাধারণ সম্পাদক দিদার হোসেন, আড়াইহাজার থানা কৃষক দলের সভাপতি আব্দুল হামিদ মোল্লাসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের নেতাকর্মীরা।