আজ শনিবার, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকাকে সাপোর্ট দিচ্ছে নারায়ণগঞ্জ

নবকুমার:

জমে উঠেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। নারায়ণগঞ্জ থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি, জাতীয় পার্টির নেতাকর্মীরা প্রচারণায় যোগ দিয়েছে। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছে।

গত ৮ জানুয়ারি  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্রচারণায় যোগ দেয়  নারায়ণগঞ্জ ২ আসনের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। তিনি পুরান ঢাকার রাপা প্লাজায় এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য দেন। এসময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরে সে নৌকার পক্ষে প্রচারণা করেন।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে  পুরান ঢাকায় বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন রূপগঞ্জের সন্তান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু । এসময় উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে  পুরান ঢাকায় বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এড.তৈমূর আলম খন্দকার।

ঢাকার কোল ঘেষা নারায়ণগঞ্জ। দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা যাত্রাবাড়ি মৌচাক এলাকা  ফতুল্লা-সিদ্ধিরগঞ্জের সাথে যুক্ত। সেখানে অনেক নারায়ণগঞ্জের মানুষ বসবাস করে। আগামি নির্বাচনে তারা দক্ষিণে প্রভাব ফেলবে । একই অবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে । রূপগঞ্জের সাথে পূর্বাচল,বনশ্রী, বাড্ডা যুক্ত । রূপগঞ্জের নেতারাও সেখানে প্রভাব ফেলছে। ঢাকা সিটি নির্বাচন নারায়ণগঞ্জে ব্যাপক প্রভাব পড়ছে। সম্প্রতি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯ ও ৬০নং ওয়ার্ডে নৌকাকে বিজয়ী করতে দায়িত্ব দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগকে। তাছাড়া বিএনপিও পিছিয়ে নেই।  ছাত্রদল যুবদল ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে নারায়ণগঞ্জের সীমান্তবর্তী ঢাকার ওয়ার্ডগুলোতে নারায়ণগঞ্জের যে দলের নেতারা বেশি ভোটারদের দ্বারে দ্বারে যাবে সেই দল বিজয়ী হবে। তাছাড়া কেন্দ্রীয় নেতাদের কাছে কদর বাড়ছে নারায়ণগঞ্জের নেতাদের । হাটে- ঘাটে, চায়ের দোকানে অফিসে চলছে ভোটের নানা আলোচনা।