সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লার মাসদাইর ঈদগাহ পাশের পুকুর ডুবন্ত সিএনজিতে আব্দুল্লাহ নামের এক যুবকের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় সিএনজি চালক সাইফুল ইসলামকে ৩দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহোসীনের আদালত এ আদেশ দেয়। রিমান্ডপ্রাপ্ত সাইফুল মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার নূর মোহম্মদ’র ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, তদন্তের স্বার্থে আসামীকে আদালতে উপস্থিত করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ৩ দিন মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট দুপুরে স্থানীয় লোকজন মাসদাইর ঈদগাহয়ের পাশে পুকুরে গোছল করতে নামলে পায়ে সিএনজিটি লাগে। এরপর খবর পেয়ে পুলিশ গিয়ে সিএনজিটি উদ্ধার করে। পরে সিএনজির ভেতরে পেছনের সিটে আবদুল্লাহর লাশ পাওয়া যায়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত আবদুল্লাহ ফতুল্লার মাসদাইর এলাকার জামানের গ্যারেজ সংলগ্ন এলাকার আবু হানিফের ছেলে।