আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন : হেলালুদ্দিন আহমদ

ডিসেম্বরেই জাতীয়

ডিসেম্বরেই জাতীয়নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সংশোধিত ‘আরপিও’ সংসদে না উঠলে অধ্যাদেশ জারি করে তা অনুমোদন দেয়া হবে বলেও জানান ইসি সচিব।

সংবিধান বলছে, এই মাসের ৩০ তারিখের পর থেকে শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতির প্রায় সিংহভাগই সম্পন্ন। বাকি রয়েছে অল্পকিছুর আনুষ্ঠানিকতা। আগামী বছরের ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও কমিশন বলছে, নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের মধ্যে।

ইসি সচিব হেলালুউদ্দিন আহমদে বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা।

কমিশন সচিব আরো বলেন, সংসদের এ অধিবেশনে প্রস্তাবিত আরপিও উত্থাপন না করা গেলে, অধ্যাদেশ জারি করেই সংশোধনের অনুমোদন নেয়া হবে।