আজ মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিসির বৃক্ষ মন্ত্রীর বাড়িতে

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের একান্ত নিজস্ব উদ্যোগে গৃহীত প্রকল্প ‘‘মুজিববর্ষে নারায়ণগঞ্জ জেলার সকল মুক্তিযোদ্ধার আবাসনে একটি করে বৃক্ষরোপন” এর আওতায় রূপগঞ্জ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধার আবাসনে বৃক্ষরোপন করা হয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার ( ১২ ডিসেম্বর) বৃক্ষ রোপন করা হয় বীর মুক্তিযোদ্ধা নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের রূপসীর বাড়িতে। এসময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, রূপগঞ্জ উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর আব্দুল আলীমসহ অনেকে। পরে অতিথিবৃন্দ মন্ত্রীর বাড়িতে জলপাই গাছের চারা রোপণ করেন।