নিজস্ব প্রতিবেদক:
ডিকেএমসি হাসপাতালের ৫০ শয্যায় উন্নতীকরণ ও সর্বাধুনিক সিটি স্ক্যান সুবিধাসহ সম্প্রসারিত চিকিৎসা সেবা পদার্পন উপলক্ষে শনিবার (২ অক্টোবর) কাঞ্চনে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও ডিকেএমসি হাসপাতালের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ এম এ কাসেম। সভায় বক্তব্য রাখেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, ডিকেএমসি হাসপাতালের মহা ব্যবস্থাপক মোঃ খায়রুল হোসেন, নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, অর্থ পরিচালক মোঃ শামছুল আলম, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক বিক্রয় প্রতিনিধি মোঃ ইমামুল হোসেন প্রমুখ।
অধ্যাপক ডাঃ এম এ কাসেম বলেন, রোগীদের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ডিকেএমসি হাসপাতাল সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে। রোগীদের সুবিধার্থে ডিকেএমসি হাসপাতালে ৫০ শয্যা ও সর্বাধুনিক সিটি স্ক্যান সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।