আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিএনসিসি নির্বাচনে আ.লীগের অগ্নিপরীক্ষা, বিএনপির অস্তিত্বের লড়াই

নবকুমার নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুর শোক কেটে উঠতে না উঠতেই শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানা জল্পনাকল্পনা। কে হবেন আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থী ?এ প্রশ্ন এখন সবার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন। এ নির্বাচনে ক্ষমতাসীন দল আওমীলীগ কতটা নিরপেক্ষতার পরিচয় দেয় তা এখন গোটা বিশ্ববাসির দেখার বিষয়।তবে অন্য দলগুলোর কাছে এ নির্বাচন হবে জাতীয় নির্বাচনের আগে নতুন নির্বাচন কমিশনার কে যাচায়ের নির্বাচন।

ডিএনসিসি নির্বাচন ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে নির্বাচন কমিশনারকে। এবারো আওয়ামীলীগের একাধিক প্রার্থী রয়েছে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক ও তার পরিবারের যে কোন একজন সদস্য হতে পারেন, দূযোগ ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চোধুরী মায়া,ঢাকা উত্তর আওয়ামীলীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহ প্রার্থী হতে পারেন।তবে আভাস পাওয়া গেছে আওয়ামীলীগের সমর্থক কিন্তু রাজনীতিতে সক্রিয় নয় এমন কাউকে প্রার্থী করা হবে।

গত নির্বাচনে আব্দুল আওয়াল মিন্টু কে বিএনপির প্রাথী করা হয় বিভিন্ন মামলার কারণে তার প্রাথীতা বাতিল করা হয় এবং তার ছেলে তাবিথ আওয়াল প্রাথী হন।তবে সম্প্রতি বিশ্বব্যাপী আলোড়ন তোলা প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে আব্দুল আওয়াল মিন্টুর পরিবারের নাম থাকায় বেকাদায় বিএনপি। তাকে প্রাথী করা হবে না। ঢাকা মহানগর বিএনপি সভাপতি এম এ কাইয়ুম প্রার্থী হতে পারেন।তবে সে এখন বিভিন্ন মামলায় মালয়শিয়া পলাতক রয়েছে। বাম দলগগুলো একক নির্বাচনের প্রত্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় জয় আওয়ামীলীগ ধরে রাখতে পারবেন কি না বিএনপির দখলে যাবে।