ডনোভান সরকারি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম লিখন: মাদারীপুরের ঐতিহ্যবাহী ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার সকালে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

