আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও-১ আসন নৌকার ঘাটি আবারো প্রমাণিত হবে -রমেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এম.পি বলেছেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসন যে নৌকার ঘাটি এটি আবারো প্রমাণিত হবে। আশা করি আসন্ন নির্বাচনে জনগণ বিপুল ভোটের মাধ্যমে এ আসনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তশালি করবে। ২৬ নভেম্বর
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন আবারো ঠাকুরগাঁও-১ আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ায় ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অডিটোরিয়াম হলরুম নৌকার স্লোগানে মুখরিত হয়ে উঠে এবং নেতাকর্মীদের আনন্দে উচ্ছাসিত হতে দেখা যায়। আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য নেতাকর্মীরা প্রতিজ্ঞা করেন। ২৫ নভেম্বর

রবিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত ‘নৌকা প্রতীকে’ ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেনকে মনোনয়ন প্রদান করা হয়। সোমবার দুপুরে মনোনয়ন নিয়ে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুরে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন। এরপর রমেশ চন্দ্র সেনকে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সৈয়দপুর বিমান বন্দর থেকে গাড়ি বহরের মধ্যে দিয়ে ঠাকুরগাঁওয়ের নিয়ে আসেন।

রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঠাকুরগাঁও-১ আসনে উন্নয়নের জোয়ার বইছে। রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, স্কুল-কলেজ সহ প্রত্যেকটি সেক্টরে অসংখ্য উন্নয়ন হয়েছে। আর এসব উন্নয়ন দৃশ্যমান। জনগণ আ.লীগের উন্নয়নের চিত্র বিবেচনায় নিয়ে পুনরায় নৌকায় ভোট দিবেন বলে তিনি আশা করেন।

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান বাবলু, মাহবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক দীপক কুমার রায়, দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।

আবারো ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেনকে দলীয় মনোনয়ন দেওয়ায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অসংখ্য ধন্যবাদ জানান।