আজ সোমবার, ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টয়লেট থেকে ৫৫টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পরিত্যক্ত টয়লেট থেকে ৫৫টি তাজা ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বিলাসপুর বাজারে ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত পাবলিক টয়লেট থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এতে ৫৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল ও দেবু খাঁ নামে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। তাদের নামে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।