আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টানবাজার থেকে ৫ লিটার মদ উদ্ধার

নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে পাঁচ লিটনার চোলাই মদ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর টানবাজার সুইপার কলোনী এলাকা থেকে মাদক জাতীয় চলাইমদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদন বহনকারী নুর ইসলাম প্রকাশ শিবা নামের ব্যক্তি পালিয়ে যায়।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মো. নান্নু মিয়া বাদী হয়ে মাদক আইনে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় বলা হয়, পরিদর্শক মো. আজিজুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সুইপার কলোনীতে মাদক ব্যবসায়ী নুর ইসলাম প্রকাশ শিবা বসত ঘরে প্রবেশ করতেই সে কৌশলে পালিয়ে যায়।

এ সময় সংস্থাটির সদস্যরা নুর ইসলাম প্রকাশ শিবার ঘরে তল্লাশী করে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করে।

(সংবাদচর্চা/১৪জুন/এমএল)

সর্বশেষ সংবাদ