আজ বৃহস্পতিবার, ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টানবাজারে নাসিকের মশক নিধন

নিজস্ব প্রতিবেদক

মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উদ্যোগে শহরের ১৫ নম্বর ওয়ার্ড এলাকায় মশক নিধন ঔষধ দেয়া হয়েছে। একই সাথে নাসিকের কর্মকর্তারা মশক নিধনের জন্য শহরের বিভিন্ন এলাকায় গিয়ে মশার ঔষধ দিচ্ছেন।

সোমবার (৯ মার্চ) সকালে নাসিক ১৫ নম্বর ওয়ার্ড সচিবের নেতৃত্বে প্রতিদিনের কাজের রুটিন হিসেবে শহরের নিমতলা, টানবাজার, বি দাস, বংশাল ও এস এম মালেহ রোড সড়কে ময়লার স্তুপে মশক নিধন ঔষধ প্রদান করা হয়।

সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগির হোসেন হিরণ বলেন, মশা থেকে জনগণকে রক্ষা করার জন্য মশক নিধন ঔষধ দেয়া হচ্ছে। এই ঔষধ দেয়ার জন্য সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৫ জনের একটি করে টিম করে দয়ো হয়েছে। তারা ওই ওয়ার্ডের এলাকায় গিয়ে বাড়ির ছাদের গাছের টপে, সড়কের অলিতে গলিতে যেখানে মশা জন্মানোর জায়গা ওই খানে মশার ঔষধ প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি এতে মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা আবুল আমিন, পরিচ্ছন্ন পরিদর্শক শ্যামল পাল, মশক নিধন কমিটির সুপার ভাইজার রিপন সিকদার, লিটর কুমরা দে সহ অন্যান্য কর্মকর্তা।

এএইচ/এসএমআর