আজ শনিবার, ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

টাইগারদের ধর্মঘট

বেতন ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে হঠাৎ প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট বয়কটের হুমকিও দিয়েছেন তারা।

সোমবার দুপুর পৌনে ৩টার দিকে বিসিবি একাডেমির সামনে জড়ো ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে মিডিয়ার সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এ সময় বলা হয়, তাদের এই ১১ দফা দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেটকে তারা বর্জন করবেন।

সাকিব আল হাসান বলেন, ‘এই ধর্মঘটে জাতীয় দল, প্রথম শ্রেণির ক্রিকেটারসহ সবাই এই ধর্মঘটের অন্তর্ভূক্ত, এবং সেটা আজকে থেকে। জাতীয় লিগ থেকে শুরু করে প্রথম শ্রেণির ক্রিকেট বলেন, জাতীয় দলের প্রস্তুতি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বলেন সবগুলোই এর অন্তর্ভূক্ত।’
তিনি আরও বলেন, ‘আলোচনা সাপেক্ষেই অবশ্যই সবকিছুর সমাধান হবে। দাবিগুলো যখন মানা হবে তখন আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবো।’ দাবি মানা না হলে আমরা স্বাভাবিক ক্রিকেট খেলায় থাকতে চাচ্ছি না।