রুপসীতে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : রুপগঞ্জের রুপসী কলাবাগান এলাকায় শারমিন আক্তার (১৭) নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নারী জামালপুরের মো: এহসাক আলীর মেয়ে । নিহতের স্বামী আজিজুল ইসলাম (২১) জানায় সাত মাস আগে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়।নিহতের স্বামী অন্তিম নীট কম্পোজিটে চাকুরী করে।
এব্যাপারে শারমিনের শাশুড়ি ও স্বামী সংবাদচর্চাকে নিহত হওয়ার ঘটনার ব্যাপারে কিছু জানাতে পারেনি।
বিস্তারিত আসছে………………..